বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

জৈন্তাপুরে সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে পাঠ্যবই বিতরণ  

মোঃ আব্দুল্লাহ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) শিকারখাঁ এলাকায় তামাবিল হাইওয়ে রোড'র পাশে নবপ্রতিষ্ঠিত সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে প্লে-শ্রেনি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে পাঠ্যবই বিতরণ উৎসব পালিত হয়েছে।

আজ (০১লা- জানুয়ারি) সোমবার  সকালে বই বিতরণ উৎসব পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও অত্র স্কুলের উপদেষ্টা কমিটির  সদস্য  ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও অত্র স্কুলের উপদেষ্টা কমিটির সদস্য মনির আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ'র সাধারণ সম্পাদক ও অত্র স্কুলের উপদেষ্টা কমিটির সদস্য  ইমাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও অত্র স্কুলের পরিচালক কামরান আহমেদ, কামরান, রমজান রূপজান বাগেরখাল একাডেমি'র সিনিয়র সহকারী শিক্ষক ও অত্র স্কুলের পরিচালক  মো: খাইরুল ইসলাম, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়'র ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র স্কুলের পরিচালক হেলাল আহমেদ, অত্র স্কুলের প্রধান শিক্ষিকা মোছা: আছিয়া সিফা। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও অত্র স্কুলের অভিভাবক সদস্য আশিক উদ্দীন আশিক,তফজ্জুল ইসলাম, মিছবাহ উদ্দিন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সানজিদা নাসরিন, সিনিয়র সহকারী শিক্ষিকা সিমা রানি, সহকারী শিক্ষিকা আফসানা ইয়াছমিন,সুরাইয়া ইসলাম রিনা,রুহামা আক্তার সুমা, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, ছাত্রনেতা তারেক আহমেদ, শাকিল রানা প্রমুখ। 

 

এসময় অত্র স্কুলের প্লে-শ্রেণির শিক্ষার্থী রাহাত হাসান নোমান, প্রথম শ্রেণির গোলাম রাব্বানী, দ্বিতীয় শ্রেণির মরিয়ম আক্তার মুন্নি, তৃতীয় শ্রেণির মরিয়ম জান্নাত সাফা, চতুর্থ শ্রেণির মাহমুদা রহমান মাইশা, পঞ্চম শ্রেণির হোসাইন আহমেদ বাপ্পি,  ষষ্ঠ শ্রেণির রিমা জান্নাত, সপ্তম শ্রেণির আনিছা জান্নাত ঝুমা, অষ্টম শ্রেণির রোহানা জান্নাতের হাতে নতুন বছরের নতুন শ্রেণির পাঠ্যবই হাতে তুলে দেন অতিথিবৃন্দরা।

 শেষের দিকে বই বিতরণে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর